বগুড়ার আদমদীঘিতে শ্রমিক দলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার ১ মে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বেলা ১১টায় আদমদীঘি উপজেলা শ্রমিক দল কার্যালয়েন সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে আদমদীঘি বাসট্যান্ড চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু।
আরো বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান প্রামানিক, উপজেলা ছাত্র দলের সভাপতি মহিবুল ইসলাম শাকিব, সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম রানা, উপজেলা তাঁতী দলের সভাপতি আকবর খান, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হাজেম আলী, উপজেলা মহিলা দলের সভানেত্রী রিনা বেগম, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক বাপ্পি হোসেন, আদমদীঘি সদর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি তোফাজ্জল হোসেন তোফা-সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
এফপি/রাজ