মুন্সীগঞ্জের গজারিয়ায় আড়ালিয়া গ্রামে মর্টার শেল নিষ্ক্রিয় করার সময় ঘটা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আ.ক.ম. মোজাম্মেল হক।
শুক্রবার (০২ মে) সকাল সাড়ে ১১টার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। উদ্ধারকৃত মর্টারশেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় ভুক্তভোগী পরিবার গুলো আ.ক.ম. মোজাম্মেল হককে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন এবং তারা ঘটনার বর্ণনা দেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের থেকে ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন তিনি।
আ.ক.ম. মোজাম্মেল হক বলেন, বিষয়টি নিয়ে আমাদের কেন্দ্রীয় পার্টি অফিসে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন। তারা আমাকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের একটি তালিকা তৈরি করতে বলেছেন। প্রকৃত অর্থেই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহায়তা প্রদান করা হবে।
তিনি আরো বলেন, আমি মনে করি পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা আরো সতর্ক হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো কমানো যেত। স্থানীয় লোকজনদেরও আরো সচেতন করা দরকার ছিল।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, উপজেলা বিএনপি নেতা শরীফ মাষ্টার, গজারিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিহিন উল্লাহ মিহিন, বালুয়াকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জহিরুল হক খান রিটু, গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিহিন উল্লাহ মিহিন, ফুয়াদ মৃধা, আলী আরশাদ, ইউপি ছাত্রদল সভাপতি নোমান বিল্লাহ বাবুসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী।
উল্লেখ্য, সোমবার (২৮ এপ্রিল) সকাল গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মসজিদ সংলগ্ন হানিফের কৃষি জমিতে মাটি কেটে আইল বানাতে গিয়ে একটি মর্টার শেল উদ্ধার করা হয়। স্থানীয়রা এটিকে প্রথমে সীমানা পিলার মনে করলেও পরবর্তীতে পুলিশ জানায় এটি একটি অবিস্ফোরিত মর্টার শেল। পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৭টা ৫৬ মিনিটে মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে। শেল নিষ্ক্রিয় করার সময় ঘটা বিস্ফোরণে গ্রামটির শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
এফপি/রাজ