শেরপুরের নালিতাবাড়ীতে ফসলের মাঠে ধান কাটার সময় বজ্রপাতে মোস্তফা (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) বেলা ১টার দিকে উপজেলার কলসপাড় ইউনিয়নের পাঁচগাঁও উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা ওই এলাকার মৃত আব্দুল করিমের পুত্র।
জানা যায়, নিজ বাড়ির পশ্চিম পাশের জমিতে ধান কাটতে যান মোস্তফা। তখন গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। বৈরি আবহাওয়ায় হঠাৎ বজ্রপাত হলে তিনি জমিতে লুটিয়ে পড়েন। স্থানীয় কৃষকেরা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, প্রতি বছরই ধান কাটা মৌসুমে বজ্রপাতের ঝুঁকিতে থাকেন দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকেরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মাঠে কাজ করার সময় বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি