বিশ্বওলী খাজাবাবা শাহসুফী ফরিদপুরী (রঃ) ছাহেবের ওফাত দিবস উপলক্ষে ফরিদপুরে জাকের পার্টির বিশ্ব ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) বাদ আছর জেলার বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে মিলাদ-কিয়াম ও মোনাজাতের মধ্যেদিয়ে শুরু হয় এই ইসলামী সম্মেলন।
রাত ১০টায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য দেন, জাকের পার্টির চেয়ারম্যান পীরজ্বাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য দেন জাকের পার্টির সিনিয়র ভাইস-চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল।
ফিলিন্তিন ও ভারতের মুসলিম সহ বহির্বিশ্বের মুসলিম ভাইদের জন্য দোয়া করেন জাকের পার্টির চেয়ারম্যান।
এসময় জাকের পার্টির মহাসচিব শামিম হায়দার সহ জাকের পার্টির লাখ লাখ নেতাকর্মী ও ধর্মপ্রান মুসলমান উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজের পর ফিলিস্তিনির মুসলিম সহ বিশ্ব মুসলিমের শাস্তি কামনায় আখেরী মোনাজাতের মধ্যেদিয়ে শেষ হয় জাকের পার্টির বিশ্ব ইসলামী সম্মেলন।
এফপি/রাজ