Dhaka, Friday | 18 April 2025
         
English Edition
   
Epaper | Friday | 18 April 2025 | English
কুয়েট সমস্যার সমাধান কোন পথে?
ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সমীকরণের প্যাচে জ্যোতিরা
সিঙ্গাপুর ও যুক্তরাজ্য থেকে আসছে দুই কার্গো এলএনজি
ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে নতুন দল ‘আ-আম জনতা পার্টি’
শিরোনাম:

ধর্মপাশায় শ্রমিক লীগের সহ-সভাপতি মোশারফ হাসান গ্রেফতার

প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ২:১৭ পিএম  (ভিজিটর : ৮৪১)
ধৃত ধর্মপাশা উপজেলা শাখার আওয়ামী শ্রমিক লীগের সহ-সভাপতি মোশাররফ হাসান।

ধৃত ধর্মপাশা উপজেলা শাখার আওয়ামী শ্রমিক লীগের সহ-সভাপতি মোশাররফ হাসান।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা শাখার আওয়ামী শ্রমিক লীগের সহ-সভাপতি মোশাররফ হাসান (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলা সদরের পশ্চিম বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার ধর্মপাশা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা এবং ঐ গ্রমার মো. আব্দুল কাদিরের ছেলে।

ধর্মপাশা থানার এসআই ইমরান তালুকদার বলেন, নাশকতার প্রস্তুতির অভিযোগে উপজেলায় ১৮জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫থেকে ২০জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে গত বছরের ৭ডিসেম্বর থানায় একটি মামলা হয়। এই মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মোশারফ হাসানকে মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: financialpostbd@gmail.com, tdfpad@gmail.com
🔝