ধৃত ধর্মপাশা উপজেলা শাখার আওয়ামী শ্রমিক লীগের সহ-সভাপতি মোশাররফ হাসান।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা শাখার আওয়ামী শ্রমিক লীগের সহ-সভাপতি মোশাররফ হাসান (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলা সদরের পশ্চিম বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার ধর্মপাশা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা এবং ঐ গ্রমার মো. আব্দুল কাদিরের ছেলে।
ধর্মপাশা থানার এসআই ইমরান তালুকদার বলেন, নাশকতার প্রস্তুতির অভিযোগে উপজেলায় ১৮জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫থেকে ২০জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে গত বছরের ৭ডিসেম্বর থানায় একটি মামলা হয়। এই মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মোশারফ হাসানকে মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।