Dhaka, Monday | 3 November 2025
         
English Edition
   
Epaper | Monday | 3 November 2025 | English
ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২
দেশের ভোটার বেড়ে ১২ কোটি ৭৬ লাখ
প্রেমিক হিসেবে সাংবাদিকরা সেরা যে কারণে
চীনের সঙ্গে যৌথ উদ্যোগে ড্রোন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমান বাহিনী
শিরোনাম:

ধর্মপাশায় শ্রমিক লীগের সহ-সভাপতি মোশারফ হাসান গ্রেফতার

প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ২:১৭ পিএম  (ভিজিটর : ৯১৬)
ধৃত ধর্মপাশা উপজেলা শাখার আওয়ামী শ্রমিক লীগের সহ-সভাপতি মোশাররফ হাসান।

ধৃত ধর্মপাশা উপজেলা শাখার আওয়ামী শ্রমিক লীগের সহ-সভাপতি মোশাররফ হাসান।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা শাখার আওয়ামী শ্রমিক লীগের সহ-সভাপতি মোশাররফ হাসান (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলা সদরের পশ্চিম বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার ধর্মপাশা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা এবং ঐ গ্রমার মো. আব্দুল কাদিরের ছেলে।

ধর্মপাশা থানার এসআই ইমরান তালুকদার বলেন, নাশকতার প্রস্তুতির অভিযোগে উপজেলায় ১৮জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫থেকে ২০জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে গত বছরের ৭ডিসেম্বর থানায় একটি মামলা হয়। এই মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মোশারফ হাসানকে মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝