Dhaka, Wednesday | 17 December 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 17 December 2025 | English
হাদিকে গুলির আগের রাতে ফয়সাল তার বান্ধবীকে দেশ কাঁপানোর বার্তা দেন
ভারতীয় ভিসা সেন্টার বন্ধের ঘোষণা
ইনশাআল্লাহ ২৫ ডিসেম্বর দেশে ফিরব: তারেক রহমান
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

দামুড়হুদায় ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৪ পিএম  (ভিজিটর : ১)

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা গেট সংলগ্ন লিটনের হোটেলের পেছনের ডোবা থেকে কামাল উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধের লাশ ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় পুলিশ উদ্ধার করেছে। এই মৃত্যু রহস্য নিয়ে স্থানীয়দের মাঝে নানান গুঞ্জন চলছে। 

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল  ১০টার দিকে জনৈক ব্যক্তি প্রথমে ডুবন্ত লাশ দেখে কয়েক জন জানান।

সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহযোগীতায় লাশ উদ্ধার করে। 

কামাল উদ্দিন দামুড়হুদা সদর ইউনিয়নের বদনপুর গ্রামের মৃত বিশারত আলীর ছেলে।

 তিনি দীর্ঘদিন দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন এবং ১৪–১৫ বছর আগে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। 

পারিবারিক সূত্রে জানা যায়, অবসরের পর থেকেই তার মানসিক সমস্যার সৃষ্টি হয়। মাঝে মাঝে তিনি বাড়ি থেকে বের হয়ে যেতেন এবং ২–৫ দিন পর ফিরে আসতেন। অনেক সময় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে বাড়িতে নিয়ে আসতেন। 

নিহত কামাল উদ্দিন মঙ্গলবার (১৬ ডিসেম্বর)  আসরের নামাজের পর থেকে নিখোঁজ ছিলেন। পরবর্তীতে সংবাদ পেয়ে পরিবারের সদস্যরা দামুড়হুদা মডেল থানায় এসে লাশ সনাক্ত করেন এবং এটি তাদের পিতার লাশ বলে নিশ্চিত করেন। 

পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। মৃত. ব্যক্তি ৬ ছেলে ও ১ মেয়েসহ মোট ৭ সন্তানের জনক।

ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আনোয়ারুল কবির, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিনসহ পিবিআই ও সিআইডির সদস্যরা। 

এলাকাবাসী জানান, মৃত্যুটি রহস্য জনক। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। 

দামুড়হুদা সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য সুমন আলী জানান, নিহত কামাল উদ্দিন আমার প্রতিবেশী। তিনি গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ৩ টার পর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সংবাদ পেয়ে আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে নিহতর পরিবারের সদস্যদের সাথে থানায় এসে লাশ সনাক্ত করা হয়। 

এবিষয়ে চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আনোয়ারুল কবির বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করলে লাশের পরিচয় সনাক্ত হয়। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ মৃত্যুর রহস্য উৎঘাটনে পুলিশ, পিবিআই ও সিআইডি কাজ করছে। 

তিনি আরো বলেন, লাশের ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝