ভারতের ওডিশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে ৭০ বাংলাদেশিসহ একটি বাস উল্টে গেছে। রোববার (৬ এপ্রিল) সকালে ভুবনেশ্বরের উত্তরা চকের সিফা এলাকার কাছে এই মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটে। বাসে থাকা যাত্রীদের মধ্যে ৭০ জনেরও বেশি বাংলাদেশি পর্যটক।
স্থানীয় সংবাদমাধ্যম ওডিশা টিভির খবরে বলা হয়েছে, রোববার সকালের দিকে একটি পর্যটক বাস যাত্রী বোঝাই করে পুরির দিকে যাচ্ছিল। বাসটিতে থাকা যাত্রীদের অধিকাংশই ছিলেন বাংলাদেশি নাগরিক। তারা সম্প্রতি পশ্চিমবঙ্গ হয়ে ইসকন মায়াপুরের মাধ্যমে ভারতে প্রবেশ করেছিলেন। কাশী বিশ্বনাথ মন্দির দর্শন শেষে তারা ওডিশার বিভিন্ন তীর্থস্থান পরিদর্শনের জন্য যাচ্ছিলেন।
এ ঘটনায় একজন নিহত এবং ১৫ জন গুরুতর আহত হয়েছেন। তবে হতাহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ ও দমকল বাহিনী। তারা আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে ভুবনেশ্বরের ক্যাপিটাল হাসপাতালে পাঠানো হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, উত্তরা চকের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর জেরেই বাসটি রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনার ফলে এলাকায় কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ভয়াবহ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। বাসের চালকের কোনো গাফিলতি ছিল কিনা বা অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
এফপি/এমআই