| শিরোনাম: |

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অবাধে বিক্রি হচ্ছে উর্বর ফসলি জমির টপসয়েল (উপরিভাগের মাটি)। কৃষি জমি থেকে কেটে নেওয়া এই মাটি ট্রাক ও ট্রলারে করে বিক্রি করা হচ্ছে বিভিন্ন ইটভাটা, ভরাট প্রকল্প ও ব্যক্তিগত স্থাপনা নির্মাণে। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি উৎপাদন ও পরিবেশের ভারসাম্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সুরমা, বাংলাবাজার, লক্ষীপুর, দোয়ারাবাজার সদর, নরসিংপুর, বোগলাবাজার, পান্ডারগাঁও, মান্নারগাঁও সহ প্রতিটি ইউনিয়নেই দিনের পর দিন প্রকাশ্যে টপসয়েল কাটা হচ্ছে। অনেক ক্ষেত্রে রাতের আঁধারে জমির মাটি কেটে নেওয়া হলেও কোথাও কোথাও প্রকাশ্যেই চলছে এই কর্মকাণ্ড।
কৃষকরা জানান, টপসয়েল অপসারণের ফলে দীর্ঘমেয়াদী জমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে। একাধিক মৌসুমেও এসব জমিতে আগের মতো ফলন পাওয়া যাচ্ছে না।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারি দুর্বল থাকায় উপজেলা জুড়ে বেপরোয়া হয়ে উঠেছে মাটিখেকো চক্র। ফসলি জমির উর্বরতা টিকিয়ে রাখতে নিয়মিত অভিযান, দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি এবং কৃষিজমি রক্ষায় স্থায়ী নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
শান্তিপুর গ্রামের কৃষক আব্দুল আওয়াল বলেন, “আমাদের জমির উপরিভাগের মাটিই সবচেয়ে উর্বর। সেটা কেটে নেওয়ার পর জমিতে ধান তো দূরের কথা, ঘাসও ঠিকমতো জন্মায় না। কয়েক হাজার টাকার লোভে কিছু মানুষ পুরো কৃষি ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে।”
পরিবেশবিদদের মতে, টপসয়েল অপসারণ শুধু কৃষির ক্ষতি করছে না, বরং ভূমিধস, জলাবদ্ধতা ও জীববৈচিত্র্যের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলছে।
দোয়ারাবাজার উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান বলেন, “টপসয়েল কাটা সম্পূর্ণভাবে বেআইনি। ইতিমধ্যে একটি সরকারি প্রজ্ঞাপনও বের হয়েছে। এতে মাটির গুণাগুণ নষ্ট হয় এবং ভবিষ্যতে কৃষি উৎপাদনে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে তারা কৃষি জমির টপসয়েল বিক্রি না করেন।”
এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ বলেন, “মাটি কেটে ফসলি জমি বিনষ্ট করার বিষয়ে আমরা অবগত। এসব বন্ধে প্রশাসন সোচ্চার। ইতিমধ্যে কয়েকটি অভিযান পরিচালনা করে জরিমানাও করা হয়েছে।”
এফপি/জেএস
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ ৫০ নেতাকর্মীর: রাজনীতিতে নতুন মেরুকরণ
ঘুরতে যাওয়ার প্রলোভনে সহকর্মীকে খুন, মুন্সীগঞ্জে গ্রেফতার ৩
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে চুয়াডাঙ্গায় বিজিবির জনসচেতনতা সভা
ঘোড়াঘাটে সহিংসতা ও নাশকতা রুখতে যৌথ বাহিনীর শক্ত মহড়া