ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পিরোজপুর-২ (কাউখালী - ভান্ডারিয়া - নেছারাবাদ ) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জেপি, এবি পার্টি মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছন।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে সকাল থেকে বিকাল পর্যন্ত ৬ জন প্রার্থী সহকারী রিটার্নিং অফিসার এর কার্যালয়ে এবং ১ জন প্রার্থী রিটার্নিং অফিসার এর কার্যালয়ে তাদের মনোনয়ন দাাখিল করেন।
এদিন সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আহম্মেদ সোহেল মনজুর সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ, জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী মোঃ মাহিবুল হোসেন, আমার বাংলাদেশ (এবি পার্টি) মনোনীত প্রার্থী ফয়সাল খান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন মাহমুদ হোসেন ও মোঃ মোস্তাফিজুর রহমান।এদিকে জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী শামীম সাঈদী রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ এর কার্যালয়ে মনোনয়ন দাাখিল করেন।
অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী আহম্মেদ সোহেল মনজুর সুমন গতকাল রবিবার রিটার্নিং অফিসারের কার্যালয়ে এবং আজ সোমবার আসেনর ৩ টি উপজেলায় মনোনয়নপত্র দাখিল করেন।
এফপি/জেএস