Dhaka, Monday | 29 December 2025
         
English Edition
   
Epaper | Monday | 29 December 2025 | English
যে কারণে ছুটি কমল শিক্ষাপ্রতিষ্ঠানে
ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা
ফের দাম বেড়েছে সোনা ও রুপার
আজ থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু
শিরোনাম:

মেক্সিকোতে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৩

প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১০:২৯ এএম  (ভিজিটর : ১)

মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওয়াক্সাকা অঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১৩ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে। মেক্সিকো উপসাগর এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে চলাচলকারী ট্রেনটিতে ২৪১ জন যাত্রী এবং নয়জন ক্রু সদস্য ছিলেন।


নৌবাহিনী জানিয়েছে, এ ঘটনায় মোট ৯৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


কর্মকর্তারা জানিয়েছেন, নিজান্দা শহরের কাছে একটি বাঁক ঘুরানোর সময় ট্রেনটি লাইনচ্যুত হয়। এ ঘটনায় তদন্ত চলছে বলে মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল নিশ্চিত করেছেন।


মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাউম বলেছেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তিনি বলেন, নৌবাহিনীর সচিবসহ উচ্চপদস্থ কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে যাচ্ছেন।


দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায়, উদ্ধারকর্মীরা যাত্রীদের নিরাপদে ট্রেন থেকে নামতে সহায়তা করছেন। দুর্ঘটনাকবলিত ট্রেনটি রেললাইন থেকে ছিটকে পড়ে পাহাড়ি ঢালের পাশে আংশিকভাবে হেলে যায়।


মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় বন্দর সালিনা ক্রুজকে উপসাগরীয় উপকূলের কোটজাকোয়ালকোসের সঙ্গে সংযুক্তকারী ইন্টারওসেনিক ট্রেনটিতে দুটি লোকোমোটিভ ও চারটি যাত্রীবাহী বগি ছিল


ওয়াখাকার গভর্নর সালোমন জারা ক্রুজ এক বিবৃতিতে দুর্ঘটনার ঘটনায়গভীর দুঃখপ্রকাশ করেন


তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় রাজ্য সরকার ফেডারেল সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে


উল্লেখ্য, প্রায় দুই বছর আগে অঞ্চলটির অর্থনীতি চাঙ্গা করার লক্ষ্যে ইন্টারওসেনিক রেল সংযোগটি উদ্বোধন করা হয়এটি মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোরের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল


তেহুয়ান্টেপেকের ইস্থমাসজুড়ে রেল যোগাযোগ আধুনিকীকরণের অংশ হিসেবে মেক্সিকান সরকার এই এলাকাকে একটি কৌশলগত বাণিজ্য করিডোরে রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করেএর আওতায় বন্দর, রেলপথশিল্প অবকাঠামো সম্প্রসারণের কাজ চলছে


দক্ষিণ মেক্সিকোতে যাত্রীমালবাহী রেল পরিষেবা সম্প্রসারণ এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এই ট্রেন পরিষেবাটি পরিচালিত হচ্ছে


এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
🔝