| শিরোনাম: |

আফ্রিকা কাপ অব নেশনসে (আফকন) নিজেদের ইতিহাসে প্রথম জয় তুলে নিয়েছে মোজাম্বিক। ৩৯ বছরের অপেক্ষা ঘুচিয়ে তারা রোমাঞ্চকর লড়াইয়ে গ্যাবনকে হারায় ৩-২ গোলে। এই জয়ের ফলে আফকনে টানা ১৬ ম্যাচ জয়হীন থাকার বিব্রতকর রেকর্ডও ভেঙে গেল ‘মাম্বাস’দের। একই সঙ্গে তৈরি হলো প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার সম্ভাবনা।
গ্রুপ ‘এফ’-এ এই হার গ্যাবনের জন্য বড় ধাক্কা। তাদের আগের ম্যাচেও ক্যামেরুনের কাছে হারতে হয়েছিল। অন্যদিকে একই রাতে আলজেরিয়া ১-০ গোলে বুরকিনা ফাসোকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে। রিয়াদ মাহরেজের পেনাল্টি থেকে পাওয়া একমাত্র গোলেই জয় পায় দুইবারের আফকন চ্যাম্পিয়নরা। মিসর ও নাইজেরিয়ার পর তৃতীয় দল হিসেবে নকআউট নিশ্চিত করল আলজেরিয়া।
ম্যারাকেশে ক্যামেরুনের সঙ্গে ১-১ ড্র করে বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে অপেক্ষায় থাকতে হয়। তবে ক্যাসাব্লাংকায় ইকুয়েটোরিয়াল গিনিকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে টিকে থাকার লড়াইয়ে ফিরেছে সুদান। আত্মঘাতী গোল থেকে আসে ম্যাচের একমাত্র গোল। ১৯৭০ সালের চ্যাম্পিয়ন সুদানের এটি ১৮ ম্যাচে দ্বিতীয় জয়।
বুরকিনা ফাসোর বিপক্ষে আলজেরিয়ার হয়ে ২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মাহরেজ, যা এ আসরে তার তৃতীয়। আগের ম্যাচে সুদানের বিপক্ষে করেছিলেন দুই গোল। ম্যাচ শেষে ফরোয়ার্ড ইব্রাহিম মাজা বলেন, ‘কঠিন ম্যাচ ছিল, তবে জয়ই ছিল আমাদের মূল লক্ষ্য।’
মোজাম্বিক-গ্যাবন ম্যাচে প্রথম গোল আসে ৩৭ মিনিটে। কর্নার থেকে হেড করে দলকে এগিয়ে নেন ফয়সাল বাংগাল। ৫ মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন গেনি কাতামো। যোগ করা সময়ে অবামেয়াং গোল করে গ্যাবনকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দিলেও দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে কালিলা আবার ব্যবধান বাড়ান। ৭৬ মিনিটে ব্যবধান কমান মুসসুন্দা, কিন্তু শেষ পর্যন্ত ৩-২ গোলেই হার মানতে হয় গ্যাবনকে।
গ্রুপে জয়ের পরও মোজাম্বিক পয়েন্ট তালিকায় তিনে। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আইভরি কোস্ট ও ক্যামেরুন। দুই ম্যাচে গ্যাবন এখনো জয়শূন্য।
এফপি/অ