সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হয় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। এর আগে জাতীয় সংগীত পরিবেশন ও কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় নিহত শরীফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতাও পালন করা হয়। এরপর বেলুন উড়িয়ে বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
টস জিতে রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বোলিং নেওয়ার সিদ্ধান্ত নেন। অভিজ্ঞ ও তারকাসমৃদ্ধ একাদশ নিয়ে মাঠে নামছে রাজশাহী। দলে আছেন মুশফিকুর রহিমসহ জাতীয় দলের একাধিক ক্রিকেটার। পাশাপাশি পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের চার বিদেশি ক্রিকেটারও একাদশে জায়গা পেয়েছেন।
অন্যদিকে স্বাগতিক সিলেট টাইটান্স ব্যাটিংয়ে নামছে শক্তিশালী দল নিয়ে। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে সিলেটের একাদশে রয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার ইথান ব্রুকস, আফগানিস্তানের বিধ্বংসী ওপেনার হযরতউল্লাহ জাজাই, পাকিস্তানের তরুণ ব্যাটার সাইম আইয়ুব ও অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির।
সিলেট টাইটান্স একাদশ:
সাইম আইয়ুব, রনি তালুকদার, হযরতউল্লাহ জাজাই, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), ইথান ব্রুকস, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, খালেদ আহমেদ ও রুয়েল মিয়া।
রাজশাহী ওয়ারিয়র্স একাদশ:
তানজিদ হাসান তামিম, শাহিবজাদা ফারহান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ইয়াসির আলী, মুশফিকুর রহিম, মোহাম্মদ নাওয়াজ, তানজিম হাসান সাকিব, এস এম মেহেরব, আব্দুল গাফফার সাকলাইন, বিনুরা ফার্নান্দো ও সন্দ্বীপ লামিচানে।
দুই দলের তারকাসমৃদ্ধ লড়াই দিয়ে শুরু হওয়া এই ম্যাচের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াল বিপিএলের নতুন আসর।
এফপি/জেএস