গভীর রাতে আগুনে পুড়ে গেছে পাঁচটি দোকান। নিজের পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে নিঃস্ব হয়ে আহাজারি করছেন দোকানীরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় এক কোটি টাকার দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ১১ নং পোল সংলগ্ন বাজারে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে চাটখিল ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনাস্থলে পরিদর্শন করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। দোকান মালিকদের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন, এবং ক্ষতির পরিমাণ জানতে চান। সরকারি সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এবং বেসরকারিভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ানোর সহযোগিতা কামনা করেন। নির্বাহী কর্মকর্তা প্রত্যেক দোকানীকে পাঁচ হাজার টাকা, শুকনো খাবার এবং কম্বল বিতরণ করেন।
এফপি/জেএস