Dhaka, Friday | 26 December 2025
         
English Edition
   
Epaper | Friday | 26 December 2025 | English
শীত-কুয়াশা নিয়ে আগামী ৫ দিনের পূর্বাভাস
হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ
হাদি হত্যাকাণ্ড : ফয়সালের স্ত্রীসহ ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি
আজ শুভ বড়দিন
শিরোনাম:

ধামইরহাটে ভিক্ষুকদের নিয়ে বনভোজন

প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৯ পিএম  (ভিজিটর : ২৭)

সমাজের বৃত্তবানরা অসহায়দের যেখানে খোজই রাখে না, সেখানে ভিক্ষুকদের নিয়ে বনভোজনের ব্যতিক্রমী আয়োজন করেছে নওগাঁর ধামইরহাটের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবসেবা।

(২৬ ডিসেম্বর) শুক্রবার দুপুরে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরিবহনের মাধ্যমে ৬০ জন ভিক্ষুকদের নিয়ে আলতাদিঘী জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়। দিঘীর পাড়ে তাদের পেটপুরে মাংস-বিরিয়ানি দিয়ে দুপুরের খাওয়া প্রদান করেন সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ ও সদস্যগণসহ আগত অতিথিবৃন্দ। ভোজন শেষে নারী ভিক্ষুকদের জন্য বালিশ বদল ও পুরুষ ভিক্ষুকদের জন্য হাড়ি ভাঙ্গাসহ বিভিন্ন খেলায় বিজয়ীদের পুরস্কৃত করেন ভূমি আপিল বোর্ডের সদ্য অবসর প্রাপ্ত অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল।

এ সময় উপস্থিত ছিলেন সরকারি এম এম কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদুজ্জামান, বেসরকারী উন্নয়ন সংস্থা ইএসডিওর প্রকল্প ব্যবস্থাপক পজিদুর রহমান, উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরী,ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি ঠাকুর কমল, নিরব, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন,মানবসেবার সদস্য হাবিবুর রহমান, রাব্বি হোসেন, মাসুম, এহসান, নুর আলম প্রমুখ।

মানবসেবা সংগঠনের প্রতিষ্ঠাতা রাসেল মাহমুদ বলেন,‘ মানুষ মানুষের জন্য, এই স্লোগানকে সামনে রেখে ২০১৮ সাল থেকে এই সংগঠরে মাধ্যমে ভিক্ষুক পুনর্বাসন, অসহায়দের গৃহ নির্মান, রমজানে রোজাদারদের ইফতারি, বিতরণ, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, দরিদ্রদের ছাগল বিতরণের পাশাপাশি ২০২১ সালে ভিক্ষুকদের প্রতি মাসে মাছ-মাংস-পোলাও খাইয়ে থাকি। এই কার্যক্রমের ৪ বছর পূর্তি হওয়ায় তাদের নিয়ে বনভোজনের আয়োজন করেছি। সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতে বৃদ্ধাশ্রম নির্মানসহ আরও ভালো কিছু কর্মসূচি হাতে নিতে চাই।’

ভূমি আপিল বোর্ডের সদ্য অবসর প্রাপ্ত অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘মানবের সেবা করা একটি মহত কাজ, যেটি আল্লাহ পছন্দ করেন, ব্যতিক্রমী এই কর্মকান্ডে রাসেল সহ সংগঠনের সকলকে সাধুবাদ জানাই।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
🔝