| শিরোনাম: |

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনের পাত সরিয়ে ফেলায় ঢাকাগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়েছে।
সোমবার ভোর সোয়া ৫টার দিকে গফরগাঁও স্টেশনে ঢোকার এক কিলোমিটার আগে জন্মেজয় এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার মো. হানিফ জানিয়েছেন।
তিনি বলেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ওই এলাকার দুর্বৃত্তরা ২০ ফুট রেললাইনের পাত সরিয়ে ফেলায় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেসের’ ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে গেছে।
তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান স্টেশন মাস্টার হানিফ।
রেলওয়ে নিরাপত্তা (আরএনবি) ময়মনসিংহের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, তারা ঘটনাস্থলে রয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
গত শনিবার ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে আক্তারুজ্জামান বাচ্চু বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার খবরে মনোনয়ন বঞ্চিত নেতাদের কর্মীরা আন্দোলন শুরু করেন।
এরপর থেকে রেললাইন অবরোধ ও অগ্নিসংযোগ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।
এফপি/অ