আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন হতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লেয়াকত আলী।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টায় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামশেদুল আলম বরাবর পদত্যাগ পত্র জমা দেন আলোচিত এই বিএনপি নেতা।
পদত্যাগ পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামশেদুল আলম বলেন, ‘গন্ডামারা ইউপি চেয়ারম্যান লেয়াকত আলী আজ অফিসে এসে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আইন অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হতে গেলে মেয়র-চেয়ারম্যান সহ অন্যান্য লাভজনক পদ ছাড়তে হয়।’
পদত্যাগপত্র জমা দেওয়ার পর লেয়াকত আলী উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘চেয়ারম্যান পদে থেকে নির্বাচনে প্রার্থী হওয়া যায় না বলে পদত্যাগ করেছি। দল আমাকে মনোনয়ন দেয়নি। দল একটা সিদ্ধান্ত দিয়েছে। তবে দলের সিদ্ধান্ত কুরআনও নই, হাদিসও নয় যে তা আমার বাধ্যতামূলক মানতে হবে। জনগণই আমার একমাত্র প্রায়োরিটি।’
তিনি আরও বলেন, ‘দলের দুঃসময়ে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে ছিলাম। তাঁরাও চাচ্ছেন আমি প্রার্থী হই। বাঁশখালীর মানুষের জন্য কাজ করতে চাই। দলের সিদ্ধান্ত দলে নিবে। সেটা আমার দেখার বিষয় নয়। আজ পদত্যাগপত্র জমা দিয়েছি, আগামীকাল মনোনয়নপত্র জমা দেব।’
উল্লেখ্য: ‘চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লেয়াকত আলী। গত (৩ নভেম্বর) এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর সন্তান মিশকাতুল ইসলাম চৌধুরীর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তী গত (২২ ডিসেম্বর) বিএনপির পক্ষে থেকে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।’
এফপি/জেএস