বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজশাহী-১ সংসদীয় আসনে প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন।
(২৮ ডিসেম্বর) রোববার বেলা ৩টায় তানোর উপজেলা প্রশাসনিক কার্যালয়ে গিয়ে তিনি তাঁর মনোনয়নপত্র জমা দেন। এর আগে, বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন পর্যায়ক্রমে সহকারী রিটার্নিং অফিসার ও গোদাগাড়ীর ইউএনও কার্যালয় ছাড়াও রিটার্নিং অফিসার ও রাজশাহীর ডিসি’র কার্যালয়েও মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন বলেন, আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এবং সব রাজনৈতিক দল গণতান্ত্রিক উপায়ে নির্বাচনে অংশ নেবে। প্রত্যেক নাগরিক যেন নির্ভয়ে, নির্বিঘ্নে ও বিনা বাধায় ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সে লক্ষ্যেই আমরা কাজ করে যাব।
নির্বাচনের চ্যালেঞ্জ প্রসঙ্গে শরীফ উদ্দিন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা এবং দলীয় কর্মকাণ্ড চাঙ্গা হলেও কিছু চ্যালেঞ্জ এখনো রয়েছে। তবে তানোর-গোদাগাড়ী উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-১ আসন নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী বলে জানান।
এ-সময় তাঁর সাথে ছিলেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, তানোর উপজেলা বিএনপি আহবায়ক আখেরুজ্জামান হান্নান, সাবেক সভাপতি মোজাম্মেল হক খান, সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাষ্টার, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, সদস্য সচিব আব্দুস সবুর, জেলা যুবদল যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম অরন্য কুসুম, উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব আব্দুল মালেক মন্ডল, উপজেলা যুবদলের সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সী, সিনিয়র যুগ্ম আহবায়ক এমদাদুল হক ছাড়াও গোদাগাড়ী ও তানোর উপজেলা, দুই পৌরসভা এবং প্রতিটি ইউনিয়ন পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এফপি/জেএস