আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে অংশ গ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাণীনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মখলেছুর রহমান বাবু, সহ-সভাপতি একেএম জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জলসহ উপজেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এফপি/জেএস