১৮ কোটি মানুষকে জিম্মি করে তিনবার ভোটারবিহীন নির্বাচন করেছে আওয়ামী লীগ, তাদের কারণে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল।বলে মন্তব্য করেছেন, শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নূরুদ্দিন আহমেদ অপু।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তা সালাউদ্দিন আইয়ুবীর কাছে মনোনয়নপত্র জমা শেষে তিনি এসব কথা বলেন।
নুর উদ্দিন অপু আরও বলেন, ১৮ কোটি মানুষের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। মানুষের মধ্যে ভোটের অধিকার প্রতিষ্টার যে আকাঙ্ক্ষা, আকুতি ছিল তা প্রতিষ্ঠিত হয়েছে। ৭১ -এ বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং ২৪-এর জুলাই আন্দোলনে আরেকবার বাংলাদেশ স্বাধীন হলো গণতান্ত্রিকভাবে। গণতান্ত্রিক এই অগ্রযাত্রা যেন নষ্ট না হয় সেজন্য বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় ভাবে পথ চলাকে বাড়িয়ে দিতে চায়।
এফপি/জেএস