Dhaka, Monday | 29 December 2025
         
English Edition
   
Epaper | Monday | 29 December 2025 | English
যে কারণে ছুটি কমল শিক্ষাপ্রতিষ্ঠানে
ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা
ফের দাম বেড়েছে সোনা ও রুপার
আজ থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু
শিরোনাম:

মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৯:০৭ পিএম  (ভিজিটর : ২)

মুন্সীগঞ্জের ৩টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ গ্রহণের জন্য প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীসহ অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফীর কার্যালয়ে ওই মনোনয় পত্র দাখিল করেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়েও মনোনয়ন দাখিল করেন প্রার্থীরা।

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনিত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, মুন্সীগঞ্জ-২ আসনে আব্দুস ছালাম আজাদ ও মুন্সীগঞ্জ-৩ আসনে মোহাম্মদ কামরুজ্জামান রতন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এছাড়াও মুন্সীগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন শ্রীনগর উপজেলা  বিএনপির সাবেক সভাপতি মমিন আলী ও কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।

এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অন্যান্য প্রার্থীসহ ৩টি আসনে মোট ২৪ জন প্রার্থী নির্বাচনী মাঠে লড়াইয়ের জন্য মনোনয়ন পত্র দাখিল করেন।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
🔝