মুন্সীগঞ্জের ৩টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ গ্রহণের জন্য প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীসহ অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফীর কার্যালয়ে ওই মনোনয় পত্র দাখিল করেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়েও মনোনয়ন দাখিল করেন প্রার্থীরা।
মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনিত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, মুন্সীগঞ্জ-২ আসনে আব্দুস ছালাম আজাদ ও মুন্সীগঞ্জ-৩ আসনে মোহাম্মদ কামরুজ্জামান রতন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এছাড়াও মুন্সীগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলী ও কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অন্যান্য প্রার্থীসহ ৩টি আসনে মোট ২৪ জন প্রার্থী নির্বাচনী মাঠে লড়াইয়ের জন্য মনোনয়ন পত্র দাখিল করেন।
এফপি/জেএস