Dhaka, Monday | 29 December 2025
         
English Edition
   
Epaper | Monday | 29 December 2025 | English
যে কারণে ছুটি কমল শিক্ষাপ্রতিষ্ঠানে
ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা
ফের দাম বেড়েছে সোনা ও রুপার
আজ থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু
শিরোনাম:

সরব বরগুনা-১ ও ২ : জমা পড়েছে ১৮টি মনোনয়ন শেষ দিনে

প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৫ পিএম  (ভিজিটর : ৭)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা-১ ও বরগুনা-২ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জেলা রিটার্নিং অফিসারে কার্যালয়ে ছিল প্রার্থী ও সমর্থকদের সরব উপস্থিতি। উৎসবমুখর পরিবেশে দিনভর মনোনয়নপত্র জমা দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা।

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, দুই আসন মিলিয়ে মোট মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ২১টি। এর মধ্যে বরগুনা-১ আসনে ৮টি এবং বরগুনা-২ আসনে ১৩টি ফরম বিক্রি হয়। বিক্রি হওয়া ফরমের মধ্যে থেকে রিটার্নিং অফিসারের কাছে জমা পড়েছে মোট ১৮টি মনোনয়ন পত্র। এর মধ্যে বরগুনা-১ আসনে জমা হয়েছে ৬টি এবং বরগুনা-২ আসনে ১২টি মনোনয়নপত্র।

প্রার্থীরা হলেন, বরগুনা-১ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, খেলাফত মজলিসের মোঃ জাহাঙ্গীর হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা মোঃ মুহিবুল্লাহ হারুন, জাতীয় পার্টি (জেপি)-এর মোঃ জামাল হোসাইন এবং স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান।

বরগুনা-২ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এর মোঃ সোলায়মান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মিজানুর রহমান কাসেমী, খেলাফত মজলিসের মোঃ রফিকুল ইসলাম, জাতীয় পার্টির অ্যাড. আব্দুল লতিফ ফরাজী, বাংলাদেশ কংগ্রেসের অ্যাড. মোঃ সাবির আহমেদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর সৈয়দ মোঃ নাজেম আফরোজ, বাংলাদেশ জাতীয় পার্টির মোঃ কামরুজ্জামান লিটন, আমজনতার দলের মোঃ আলাউদ্দিন আকাশ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাঃ সুলতান আহমদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মোঃ নুরুল ইসলাম মনি, এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ রাশেদ উদ জামান ও মোঃ শামীম।

ইসলামী আন্দোলন বাংলাদেশ (বরগুনা-২) এর মনোনীত প্রার্থী মুফতী মিজানুর রহমান কাসেমী বলেন, মানুষ আজ দুর্নীতি ও বৈষম্যের রাজনীতি থেকে মুক্তি চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছে। জনগণের ভালোবাসাই আমাদের শক্তি।

বিএনপি মনোনীত প্রার্থী (বরগুনা-২) মোঃ নুরুল ইসলাম মনি বলেন, বরগুনার মানুষ ভোটাধিকার ফিরে পেতে চায়। জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি সবসময় পাশে ছিল এবং থাকবে।

বিএনপি মনোনীত প্রার্থী (বরগুনা-১) মোঃ নজরুল ইসলাম মোল্লা বলেন, এই এলাকার উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার রক্ষাই আমার রাজনীতির মূল লক্ষ্য। জনগণের ভোটে নির্বাচিত হলে বরগুনা-১ কে একটি মডেল আসনে রূপান্তর করব।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরগুনা-১ আসনের মনোনীত প্রার্থী মাওলানা মহিব্বুল্লাহ্ হারুন বলেন, সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্ব প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামীর লক্ষ্য। মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক হতে চাই আমরা।

বরগুনা জেলা রিটার্নিং অফিসার মিজ্ তাসলিমা আক্তার বলেন, মনোনয়নপত্র দাখিলের পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সকল প্রার্থীর মনোনয়ন গ্রহণ করা হয়েছে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
🔝