খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা জাপার সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর নিকট মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা বজলুর রহমান।
মনোনয়ন দাখিলকালে জাপার নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন— জাপার কেন্দ্রীয় সদস্য ও কয়রা উপজেলা আহ্বায়ক মোস্তফা শফিকুল ইসলাম ঢালী, পাইকগাছা উপজেলা আহ্বায়ক গাজী সহিদুল ইসলাম খোকন, সদস্য সচিব সামছুল হুদা খোকন এবং কয়রা উপজেলা সদস্য সচিব রফিক সিরাজসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মোস্তফা কামাল জাহাঙ্গীর এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপার দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। তবে সে সময় দলের চেয়ারম্যানের নির্দেশনায় তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেন। ওই নির্বাচনে জাপা থেকে মোস্তফা কামাল জাহাঙ্গীর ও শফিকুল ইসলাম মধুকে মনোনয়ন দেওয়া হলেও শেষ পর্যন্ত শফিকুল ইসলাম মধু চূড়ান্ত প্রার্থী হিসেবে খুলনা-৬ আসনে নির্বাচনে অংশগ্রহণ করেন।
এফপি/জেএস