ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে (২৯ ডিসেম্বর) সোমবার মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শওকতুল ইসলাম শকু, স্বতন্ত্র প্রাথী সাবেক তিনবারের সংসদ সদস্য নওয়াব আলী আব্বাছ খাঁন, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সায়েদ আলী, আল-ইসলাহ নেতা ও স্বতন্ত্র প্রার্থী মো. ফজলুল হক খান সাহেদ, স্বতন্ত্র প্রার্থী পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. জিমিউর রহমান চৌধুরী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দুস এবং জাতীয় পার্টির (জি এম কাদের) মনোনীত প্রার্থী মো. আব্দুল মালিক।
মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সহকারী রিটার্ণিং অফিসার কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
মনোনয়নপত্র দাখিলের আগে প্রার্থীদের নেতা-কর্মীরা উপজেলা পরিষদের বাইরে সমবেত হন। পরে নির্বাচনী আচরণ বিধি মেনে কয়েকজন নেতা-কর্মী নিয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
উল্লেখ্য, মনোনয়নপত্র সংগ্রহ করলেও খেলাফত মজলিস থেকে মোঃ সাইফুর রহমান ও বিএনপি নেতা মোহাম্মদ রওশন আলী মনোনয়নপত্র জমা করেননি।
এফপি/জেএস