ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী এ.এস.এম মতিউর রহমান ও এবি পার্টির অ্যাডভোকেট মতিয়ার রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়ন দাখিলের শেষদিনে (২৯ ডিসেম্বর) দুপুরে তারা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় দুই দলেরই স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন দাখিল শেষে জামায়াতের প্রার্থী মতিউর রহমান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। শৈলকুপার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার এবং ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় জনগণের সমর্থন কামনা করেন। জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। এবি পার্টির প্রার্থী অ্যাডভোকেট মতিয়ার রহমান বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং এলাকার টেকসই উন্নয়নই তার নির্বাচনী অঙ্গীকার। তিনি শৈলকুপাবাসীর সমর্থন ও দোয়া কামনা করেন।
মনোনয়নপত্র দাখিল প্রসঙ্গে শৈলকুপা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুর রহমান জানান, শেষদিনে দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও বিএনপির প্রার্থী আগেরদিন জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
এফপি/জেএস