ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলমের হাতে তিনি মনোনয়ন পত্র জমা দেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন কুষ্টিয়া জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম, মিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাজাহান আলী, জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তাসলিম উদ্দিন নিশাত প্রমুখ।
মনোনয়ন জমা উপলক্ষে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এফপি/জেএস