ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এমদাদুল হক ভরসা মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষদিন বিকেল সাড়ে ৪টায় কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা পাপিয়া সুলতানার কাছে মনোনয়নপত্র দাখিল করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান ও আলমগীর চৌধুরী লিটন প্রমুখ। মনোনয়নপত্র দাখিল শেষে গনমাধ্যম কর্মীদেরকে এমদাদুল হক ভরসা বলেন, নির্বাচনী এলাকায় সকল মানুষ আজ আনন্দিত। আশাকরি উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তিনি সকল নেতাকর্মীকে ভেদা-ভেদ ভূলে ঐক্যবদ্ধ থাকার এবং নির্বাচনী আচারণ বিধি মেনে চলার আহবান জানান।
এফপি/জেএস