Dhaka, Thursday | 2 October 2025
         
English Edition
   
Epaper | Thursday | 2 October 2025 | English
বৃষ্টি, বই আর এক কাপ কফি—আজ আন্তর্জাতিক কফি দিবস
২০২৬-এর শুরু থেকেই নতুন পে স্কেলে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ইলিশ চুরির অভিযোগ, হাত-পা বেঁধে দুই শিশুকে নির্যাতন
শিরোনাম:

এশিয়া কাপ জয়ের পরও ট্রফি ছাড়া ফিরল ভারত, অধিনায়ক সূর্যকুমার বিস্মিত

প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪১ এএম  (ভিজিটর : ৩৪)

দুবাইয়ে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ ২০২৫-এর শিরোপা জিতেছে ভারত। তবে ঐতিহাসিক জয় উদযাপনের মুহূর্তে দেখা গেল বিরল দৃশ্য-চ্যাম্পিয়ন দলটি কোনও ট্রফিই হাতে তুলতে পারল না। এশিয়া ক্রিকেট কাউন্সিল (এএসসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মোহসিন নাকভির কাছ থেকে শিরোপা গ্রহণে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। পরে ট্রফি ও মেডেল মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়।

রবিবার রাতে মাঠে দাঁড়িয়েই এ সিদ্ধান্ত নেন খেলোয়াড়রা। বোর্ডের পক্ষ থেকে কোনও নির্দেশ আসেনি বলে জানিয়েছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ক্রিকেট শুরু করার পর থেকে আমি কখনও দেখিনি কোনও চ্যাম্পিয়ন দলকে ট্রফি থেকে বঞ্চিত হতে। এমন একটি শিরোপা, যেটি আমরা কঠিন লড়াই করে জিতেছি। আমি মনে করি আমরা এর যোগ্য। তবে এর বাইরে আর কিছু বলার নেই।”

সূর্যকুমার আরও জানান, দলটি হতাশ না হয়ে বরং উদযাপনেই ব্যস্ত ছিল। “আমরা হাসিমুখেই উদযাপন করেছি। এটাই আমাদের জয়কে স্মরণীয় করেছে।”

ট্রফি না থাকায় সূর্যকুমার সতীর্থদের নিয়ে কল্পিত ট্রফি উঁচিয়ে ধরেন। তার ব্যাখ্যায় তিনি বলেন, “আমার কাছে আসল ট্রফি হলো ড্রেসিংরুমে বসে থাকা ১৪ জন সতীর্থ ও সাপোর্ট স্টাফ। ওরাই আমার সত্যিকারের ট্রফি, যা আমার স্মৃতিতে আজীবন থাকবে।”

পাকিস্তানকে হারিয়ে ভারত নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতল। ম্যাচে পাকিস্তান ১৯.১ ওভারে ১৪৬ রানে অলআউট হয়। জবাবে ভারত ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। টিলক ভার্মা অপরাজিত ৬৯ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সংবাদ সম্মেলনের শেষে সূর্যকুমার ঘোষণা দেন, এশিয়া কাপে পাওয়া তার সব ম্যাচ ফি তিনি দান করবেন ভারতীয় সশস্ত্র বাহিনীকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি সেই অঙ্গীকারের কথা পুনরায় উল্লেখ করেন।

এই ঘটনার পর ক্রিকেট মহল থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনেও তুমুল আলোচনা চলছে। অনেকেই একে “ক্রিকেট ইতিহাসের নজিরবিহীন ঘটনা” হিসেবে দেখছেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝