দিনাজপুরের ঘোড়াঘাটে দুইদিন ব্যাপী ১৬ দলের অংশগ্রহণে ৪র্থ তম বীর বাহা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের সালদহ মান্জী পরিষদের আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেড এম জাহিদ হোসেন।
অনুষ্ঠানে সালদহ পুজা উদযাপন কমিটির সভাপতি দীনেশ বাস্কের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু প্রমুখ।
খেলা শেষে সাগর একাদশ চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এফপি/অআ