দুবাইয়ে চাকরি করার কথা বলে দেশ ছাড়েন মাদারীপুরের তরুণ ফয়সাল মোড়ল। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে জড়িয়ে পড়েন পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এ। গত ২৬ সেপ্টেম্বর খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হন তিনি।
পাকিস্তানি গণমাধ্যম ও নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী, ওই রাতে টিটিপির একটি আস্তানায় অভিযান চালিয়ে অন্তত ১৭ জঙ্গিকে হত্যা করা হয়। নিহতদের মধ্যে ছিলেন বাংলাদেশি নাগরিক ফয়সাল মোড়ল। তার পোশাক থেকে আইডি কার্ড, টাকা ও অন্যান্য নথি উদ্ধার করা হয়। পরে গণমাধ্যমে প্রকাশিত ছবির মাধ্যমে পরিবার নিশ্চিত হয় ফয়সালের মৃত্যুর খবর।
ফয়সালের বাড়ি মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালী গ্রামে। তিনি স্থানীয় আব্দুল আউয়াল মোড়লের ছেলে। বাবা পল্লী বিদ্যুৎ অফিসে ইলেক্ট্রিশিয়ান, বড় ভাই দারাজের ডেলিভারিম্যান হিসেবে কাজ করেন।
পরিবার জানায়, গত মার্চ মাসে ফয়সাল বলেছিলেন, তিনি দুবাই যাচ্ছেন একটি হিজামা সেন্টারে কাজ করতে। কোরবানির ঈদের আগে সর্বশেষ পরিবারের সঙ্গে যোগাযোগ করেন তিনি। এরপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। হঠাৎ করে পাকিস্তানের সংবাদে ছবি দেখে পরিবার নিশ্চিত হয় তার মৃত্যুর বিষয়ে।
ফয়সালের মা চায়না বেগম বলেন, “আমার ছেলেকে দুবাই যাওয়ার কথা বলে প্রতারণা করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে। খপ্পরে পড়ে সে প্রাণ দিয়েছে। যারা তাকে জড়িয়েছে, তাদের বিচার চাই।”
তার চাচা আব্দুল হালিম বলেন, “আমরা দ্রুত ফয়সালের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি করছি। আর যারা তাকে জঙ্গি সংগঠনে নিয়েছে, তাদের আইনের আওতায় আনা হোক।”
প্রতিবেশীরা জানান, ঢাকার জগন্নাথপুর এলাকায় মসজিদের সামনে আতর ও ধর্মীয় সামগ্রী বিক্রি করতেন ফয়সাল। সেই আয়ে পরিবার চলত স্বচ্ছলভাবে। ধারণা করা হচ্ছে, রাজধানীতে একটি চক্রের সঙ্গে যোগ দিয়েই তিনি পাকিস্তানে পাড়ি জমান এবং পরবর্তীতে টিটিপিতে যুক্ত হন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, “পরিবার চাইলে লাশ দেশে ফেরাতে পুলিশ সহযোগিতা করবে। একই সঙ্গে, কেউ যাতে আর এ ধরনের সংগঠনে যুক্ত না হয় সে বিষয়ে সমাজের সবাইকে সচেতন থাকতে হবে।”
তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) দেশটির অন্যতম নিষিদ্ধ ও কুখ্যাত জঙ্গি সংগঠন। দীর্ঘদিন ধরে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সক্রিয় এই গোষ্ঠী দেশি-বিদেশি তরুণদের বিভিন্নভাবে প্রলুব্ধ করে দলে ভেড়াচ্ছে। আন্তর্জাতিক মহলেও এই গোষ্ঠীর কার্যক্রম নিয়ে উদ্বেগ রয়েছে।
এফপি/রাজ