Dhaka, Thursday | 2 October 2025
         
English Edition
   
Epaper | Thursday | 2 October 2025 | English
বৃষ্টি, বই আর এক কাপ কফি—আজ আন্তর্জাতিক কফি দিবস
২০২৬-এর শুরু থেকেই নতুন পে স্কেলে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ইলিশ চুরির অভিযোগ, হাত-পা বেঁধে দুই শিশুকে নির্যাতন
শিরোনাম:

ভ্রমণপিপাসু পর্যটকের ভিড় কক্সবাজার সাগরতীরে

প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৪ পিএম  (ভিজিটর : ১৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লোকে লোকারণ্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। বালিয়াড়ি থেকে শুরু করে নোনাজল সবখানে পর্যটকের ভিড়। পর্যটককেরা পরিবার- পরিজন নিয়ে মেতেছেন আনন্দ-উল্লাসে। তাতে, সাগরতীর পরিণত হয়েছে উৎসবের নগরীতে। আর ৩ নম্বর সতর্ক সংকেতে সাগর উত্তাল হওয়ায় সতর্ক রয়েছে লাইফ গার্ড কর্মীরা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের বালিয়াড়ি থেকে শুরু করে নোনাজল, সবখানে মানুষের ঢল। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দূর-দূরান্ত থেকে ছুটে এসেছে ভ্রমণপিপাসু মানুষ।

“শুধু সুগন্ধা পয়েন্ট নয়; কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী, শৈবাল, কলাতলী সব পয়েন্টে পর্যটকের উপচে পড়া ভিড়। ভ্রমণে এসে মেতেছেন নোনাজলে সমুদ্রস্নান, জেড স্কী, বিচবাইক ও ঘোড়ারপিঠে। একই সঙ্গে প্রিয় মুহুর্ত গুলো বন্দি করছেন ক্যামেরার ফ্রেমে।”

সিলেট থেকে আসা পর্যটক আমিনুলইসলাম বলেন, “সাগর উত্তাল আছে। তারপরও খুব মজা হচ্ছে। কারণ বন্ধুরা সবাই মিলে এসেছি,খুবই উপভোগ করছি সাগর।”

ঢাকার মিরপুর থেকে আসা পর্যটক সৈয়দ রেজা বলেন, “কক্সবাজার ভ্রমণে আসতে আলাদা কোন উপলক্ষ্য লাগে না। যখনই মন খারাপ থাকে,তখনই কক্সবাজারে ছুটে আসি। কয়েক দিন সাগর, পাহাড়, কাঁকড়ার বিচরণ ও নৌকার সৌন্দর্য উপভোগ করে ফিরে যাই।কক্সবাজার আসলে প্রশান্তি খুঁজে পাওয়া যায়।”

বিপুল সংখ্যক পর্যটকের আগমনে চাঙ্গা সাগরপাড়ের ব্যবসা। সাগরপাড়ের ফটোগ্রাফার থেকে শুরু করে বার্মিজপণ্যের দোকান সবখানে যেন ব্যস্ততার শেষ নেই।

বিচবাইক চালক রাসেল চৌধুরী বলেন, “বিপুল সংখ্যক পর্যটক এখন কক্সবাজার সমুদ্র সৈকতে। এসব পর্যটকদের মধ্যে অনেকেই পরিবার নিয়ে বিচবাইকে ঘুরে বেড়াচ্ছে। এতে আমাদের ব্যবসা হচ্ছে। কারণ শুক্রবার পর্যটক আসবে এই আশায় বসে থাকি আর পর্যটক এসেছে আয়ও হচ্ছে।”

ঝিনুক ব্যবসায়ী মোহাম্মদ কামাল বলেন, “পর্যটকরা বালিয়াড়িতে এসে দোকানে আসছে। তারাশামুক-ঝিনুক, পার্লের সামগ্রী কেনাকাটা করছে। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ১০ হাজার টাকারও পরে বেচাবিক্রি হয়েছে।”

সাগর উত্তাল, ৩ নম্বরসতর্ক সংকেত। তাই সমুদ্রস্নানে পর্যটকদের নিরাপত্তায় বালিয়াড়িতে টাঙানো হয়েছে লাল পতাকা। সতর্ক অবস্থানের রয়েছে লাইফ গার্ড কর্মীরা।

সী সেফ লাইফগার্ড সংস্থার সিনিয়র লাইফগার্ড কর্মী মোঃরুহুল আমিন বলেন, লাখেরও বেশি পর্যটক এখন কক্সবাজার সমুদ্র সৈকতে। তাদের বেশির ভাগ পর্যটকই সমুদ্রস্নান করছে। কিন্তু সাগর উত্তাল, ঢেউয়ের তীব্রতাও বেশি। এতো মানুষের নিরাপত্তা দেয়া মুশকিল। তারপরও ৩টি পয়েন্টে সার্বক্ষনিক নজরদারি বাড়ানো হয়েছে। চেষ্টা করে যাচ্ছি, সমুদ্রস্নানে পর্যটকদের নিরাপদে রাখা।

এদিকে সেন্টমার্টিনে চলতি বছরের নভেম্বর থেকে শুরু হচ্ছে পর্যটন মৌসুম। আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।

এফপি/অআ


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝