তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি) বাস্তবায়নাধীন সম্প্রচার পরিবেশের উন্নয়ন সহায়তা প্রকল্পের (SIBE–NIMC Project) আওতায় জুলাই যোদ্ধাদের জন্য পাঁচ দিনব্যাপী 'অনুসন্ধানী সাংবাদিকতা' প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান শনিবার ঢাকার দারুস সালাম ইনস্টিটিউট ভবনে অনুষ্ঠিত হয়েছে। ২ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই প্রশিক্ষণে ১৯ জন তরুণ জুলাই যোদ্ধা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআইএমসির মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আব্দুল্লাহ। বক্তব্য দেন প্রকল্প পরিচালক মোহাম্মদ আবু সাদেক এবং কোর্স পরিচালক সুমনা পারভীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশিক্ষণার্থী ইসরাত জাহান তুশী।
সভাপতির বক্তব্যে মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান জুলাই যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “বীর যোদ্ধাদের কারণেই আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। দেশের গণতন্ত্র রক্ষা ও ফ্যাসিবাদমুক্ত করতে তারা যে ঝুঁকি নিয়েছেন, জাতি তা কখনো ভুলবে না।”
তিনি আরো বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন তরুণ প্রজন্মের ওপর।
বিশেষ অতিথি এম আব্দুল্লাহ বলেন, “জুলাই যোদ্ধাদের এই পেশায় আসার আগ্রহ গণমাধ্যমের জন্য আশাব্যঞ্জক। যারা দেশের জন্য জীবন বাজি রাখতে পারে, সত্যের পক্ষে দাঁড়াতে পারে—তাদের হাতে এই পেশা আরও শক্তিশালী হবে।”
প্রকল্প পরিচালক মোহাম্মদ আবু সাদেক জানান, এনআইএমসি দক্ষ মানবসম্পদ তৈরি করে গণমাধ্যম শিল্পকে সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছে। উপদেষ্টা ও মহাপরিচালকের উদ্যোগে এই প্রশিক্ষণ দ্রুত আয়োজন সম্ভব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
পাঁচ দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা অনুসন্ধানী সাংবাদিকতার নীতি, তথ্য যাচাই, উৎস সুরক্ষা, সাক্ষাৎকার কৌশল, ডেটা ও ভিজ্যুয়াল স্টোরিটেলিংসহ হাতে-কলমে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণার্থী আবু হানিফ বলেন, “অনুসন্ধানী সাংবাদিকতা জটিল বিষয় হলেও প্রশিক্ষণ আমাদের জন্য তা সহজ করেছে। আমি এই পেশায় পথচলা শুরু করতে চাই।”
প্রকল্পের আওতায় কোরিয়া সরকারের অনুদানে আধুনিক টিভি স্টুডিও, MAM সিস্টেম ও শুটিং ভ্যান সরবরাহ করা হয়েছে, যা প্রশিক্ষণকে আরও প্রযুক্তিনির্ভর ও গতিশীল করবে।
SIBE–NIMC প্রকল্পের অধীনে এখন পর্যন্ত ১৫টি কর্মশালা সম্পন্ন হয়েছে এবং ৩৩০-এর বেশি সাংবাদিক ও মিডিয়া পেশাজীবী প্রশিক্ষণ পেয়েছেন। সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
এফপি/অ