| শিরোনাম: |

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল পর্যালোচনা করতে রবিবার (৭ ডিসেম্বর) সভায় বসছে নির্বাচন কমিশন।
রবিবার সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন।
জানা গেছে, সভায় সংসদ নির্বাচন ও গণভোটের কাজের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হবে। পোস্টাল ভোটিংয়ের ব্যালট পেপার আনা-নেওয়ার সময়সীমাও চূড়ান্ত হবে এতে।
এ ছাড়া তফসিলসহ মোট ১০টি বিষয় রয়েছে সভার আলোচ্যসূচিতে। এর মধ্যে রয়েছে তফসিলের আগে ও পরের কার্যক্রম, গণভোট আয়োজন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির সর্বশেষ অবস্থা। মাঠ পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ, মতবিনিময় ও সমন্বয় সংক্রান্ত বিষয়ও আলোচনা হবে।
ইতিমধ্যে ভোট প্রস্তুতির সবকিছু গুছিয়ে এনে তফসিলের আগে আইন-শৃঙ্খলা সভা ও আন্ত-মন্ত্রণালয় সভা করেছে নির্বাচন কমিশন। প্রথা অনুযায়ী, রাষ্ট্রপতির কাছে সার্বিক প্রস্তুতি অবহিত করতে আগামী ১০ ডিসেম্বর বঙ্গভবনে যাবেন ইসির সদস্যরা।
সাধারণত তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। এটি একধরনের রেওয়াজ। এরপরই তফসিল ঘোষণা করা হয়। সে হিসাবে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। আজকের বৈঠকে তফসিল ঘোষণার তারিখ ঠিক করা হতে পারে।
এদিকে, তফসিল ঘোষণার আগেই ডিসি, ইউএনওসহ মাঠ প্রশাসন এবং এসপি, ওসিসহ পুলিশ বাহিনীতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার গণমাধ্যমকে বলেন, রবিবারের কমিশন সভায় তফসিলের সময়সূচি নিয়ে সিদ্ধান্ত হবে। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত করা হবে।
তিনি আরও জানান, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই কারা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হচ্ছেন, সেটিও প্রজ্ঞাপন আকারে জানিয়ে দেওয়া হবে। এবার আইন, বিধি ও নীতিমালায় নানা ধরনের সংস্কার করা হয়েছে। এসব আইন ও বিধি শতভাগ মেনে চলতে ইসির শক্ত অবস্থান থাকবে এবং সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হবে। তিনি প্রার্থী, রাজনৈতিক দল, ভোটারসহ সব অংশীজনের সহযোগিতা কামনা করেন।
এফপি/অ
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘অনুসন্ধানী সাংবাদিকতা’ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
ধর্মপাশায় অবৈধভাবে মাটি উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
মাদারীপুর - ১ আসনে কামাল জামান মোল্লার বিকল্প কেউ নেই?
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ
মুক্তিযোদ্ধা দম্পতিকে গলা কেটে হত্যা