| শিরোনাম: |

প্রায় তিন মাস পর রাঙামাটির পর্যটনের আইকন ঝুলন্ত সেতুর পাটাতন থেকে পানি সরে যাওয়ায় দৃশ্যমান হয়েছে সেতুটি। বৃষ্টি কমে আসায় কাপ্তাই হ্রদে পানি কমতে থাকায় অবশেষে ৮৬ দিন পর সেতুর পাটাতন থেকে পানি সরে গিয়ে সেতুটি পুরোপুরি দৃশ্যমান হয়ে উঠেছে। এতে আবারো পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠছে ঝুলন্ত সেতু। দীর্ঘদিন পর ছুটির দিনে ঝুলন্ত সেতুতে পর্যটকরা ঝুলন্ত সেতুতে হেঁটে বেড়াচ্ছে।
পর্যটন কর্তৃপক্ষ জানায়, কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধির কারণে প্রতি বছর সেতুটি নির্দিষ্ট একটা সময় বৃষ্টি ও উজানের ঢলে হ্রদের পানিতে ডুবে থাকে। এবছর হ্রদের পানি বেড়ে যাওয়ায় গত ২৯ জুলাই ডুবে যায় সেতুটি। সেতু ডুবে যাওয়ায় পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা দেয় পর্যটন কর্তৃপক্ষ। এসময় অনেক দর্শনার্থী ভ্রমণে এসে আইকনিক এই সেতুতে ঘুরতে না পরে হতাশা নিয়ে ফিরে যায়।
রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, প্রায় তিন মাস পর সেতু থেকে পানি সরে যাওয়ার সাথে সাথে পরিষ্কারের কাজ শেষ করা হয়েছে। কিছু সংস্কারের কাজ করতে হবে। সামনেই পর্যটন মৌসুম, আশা করছি গত তিন মাসের ক্ষতি সামনে কিছুটা পুষিয়ে নিতে পারবো।
এফপি/অআ