চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে চাকসুর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এ তালিকায় মোট ৪১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
তালিকায় দেখা যায়, ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৩ জন প্রার্থী, জিএস পদে ২১ জন এবং এজিএস পদে ২১ জন। খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১১ জন এবং সহ-খেলাধুলা সম্পাদক পদে রয়েছেন ১২ জন। সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক ও সহ-সম্পাদক উভয় পদে প্রার্থী হয়েছেন ১৬ জন করে। দফতর সম্পাদক পদে রয়েছেন ১৮ জন এবং সহ-দফতর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৩ জন প্রার্থী।
এছাড়া ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ১২ জন ও সহ-সম্পাদক পদে ১১ জন, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে ১১ জন এবং গবেষণা ও উদ্ভাবন সম্পাদক পদে রয়েছেন ১৩ জন প্রার্থী। সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২০ জন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে ১৭ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক পদে রয়েছেন ১৬ জন। যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে ২০ জন প্রার্থী এবং সহ-যোগাযোগ সম্পাদক পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। আইন ও মানবাধিকার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১৯ জন এবং নির্বাহী সদস্য পদে লড়বেন ৮০ জন প্রার্থী।
তবে সইয়ের ভুল, তথ্যের অসংগতি ও অন্যান্য কারণে ১৯ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। কমিশনের নিয়ম অনুযায়ী, এসব প্রার্থী চাইলে আপত্তি জানাতে পারবেন এবং প্রার্থিতা পুনর্বিবেচনার সুযোগও পাবেন।
চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন এ বিষয়ে বলেন, “আজ প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। বিভিন্ন তথ্যের ভুলের জন্য ১৯ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তবে তারা নির্বাচন কমিশনের কাছে সংশোধনের জন্য আপত্তি জানাতে পারবেন। আগামী ২৫ তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।”
এফপি/অআ