রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা (৯) নয় দিনের ছুটিতে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের প্রকাশিত বার্ষিক দিনপঞ্জিকা অনুযায়ী, এ বছর দুর্গাপূজা উপলক্ষে একাডেমিক ছুটি থাকছে আগামী ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে ২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত মোট পাঁচ দিন। আর অফিস ছুটি থাকবে ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চার দিন।
তবে এর আগে ও পরে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) যোগ হওয়ায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা টানা নয় দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটি শেষে আগামী ৫ অক্টোবর (রোববার) থেকে যথারীতি ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
এফপি/অআ