Dhaka, Monday | 15 September 2025
         
English Edition
   
Epaper | Monday | 15 September 2025 | English
১৮ দিন পর হাসপাতাল ছাড়লেন নুর
দেশীয় বাজারে নতুন পারফিউম—‘আফিফা’ নিয়ে এলেন মেহেদী হাসান বাপ্পি
ঢাকা মেডিকেলে জন্ম নেওয়া জমজ সেই ৬ শিশুর ৫ জনের মৃত্যু
আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে কুবি শিক্ষার্থীদের রাষ্ট্রচিন্তা
শিরোনাম:

তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর—রেল সচিব ফাহিমুল ইসলাম

প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১২ পিএম  (ভিজিটর : ৯)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম বলেছেন, আগামীর বাংলাদেশ তরুণদের। তরুণেরাই পারবে বাংলাদেশকে বিশ্বের মাঝে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে। তোমরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি এডওয়ার্ড কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল মিয়া।

শিক্ষার্থীদের উদ্দেশে সচিব বলেন, এই প্রতিষ্ঠান একটি ঐতিহ্যের ধারক। এখান থেকে পড়াশোনা শেষ করে অসংখ্য শিক্ষার্থী দেশ-বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রেখে বিশ্বের বুকে রোল মডেল হয়েছেন। তোমরাও একদিন সেই জায়গায় পৌঁছে যাবে, মেধা ও শ্রম অবশ্যই তোমাদের সফল করবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওরিয়েন্টেশন প্রোগ্রামের আহ্বায়ক প্রফেসর নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ তাহমিনা হোসেন, কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর মোঃ আব্দুল খালেক এবং শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর লুৎফর রহমান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষার্থীদের পক্ষ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র সানজিদুল ইসলাম এবং মানবিক বিভাগের ছাত্রী সোনিয়া রহমান মাহি।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোঃ আশরাফ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রেজিনুর রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, প্রফেসর শাহনাজ পারভীন, প্রফেসর মোঃ জালাল উদ্দীন, প্রফেসর আব্দুল হালিম, প্রফেসর কলিম উদ্দিন, প্রফেসর মোঃ শাহাদত ইকবাল, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক ইমরুল কায়েস কাব্য, কলেজ শাখা শিবির সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক মামুন আল হাসান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক সানমুন হোসেন, বাগছাস এবং কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা শেষে অতিথিদের সম্মাননা প্রদান করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেল সচিব মোঃ ফাহিমুল ইসলাম বলেন, পাবনা শহর থেকে সরাসরি ঢাকা রেল যোগাযোগ পাবনাবাসীর প্রাণের দাবি। আমি নিজেও পাবনার সন্তান। সর্বোচ্চ চেষ্টা করছি দ্রুত পাবনা-ঢাকা রেল যোগাযোগ বাস্তবায়নে। রাজবাড়ী হয়ে পদ্মা সেতুর লাইনে একটি প্রস্তাব, মানিকগঞ্জ হয়ে আরেকটি এবং মাঝগ্রাম হয়ে তৃতীয় প্রস্তাব আছে। যেকোন পথে হোক, দ্রুত পাবনা-ঢাকা রেল চালু করতে আমি জোর চেষ্টা চালাচ্ছি।

এ বিষয়ে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার বলেন, আমরা যতদূর জানি, পাবনা-ঢাকা রেল যোগাযোগের সব প্রস্তুতি সম্পন্ন। স্থানীয় একটি মহলের অপচেষ্টা ও সরকারের আন্তরিকতার অভাবেই প্রকল্পটি স্থবির। আমরা দাবি জানাই, যে পথেই হোক, দ্রুততম সময়ে পাবনা-ঢাকা রেল যোগাযোগ চালু করতে হবে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝