বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় সন্দিহান ভাবে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ওরফে মনজুকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আজিজুল হক ওরফে মনজু আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির দত্তবাড়িয়া হিন্দুপাড়ার আহমেদ আলীর ছেলে। সে উপজেলার নসরতপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বিগত ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ককটেল, পেট্রোল, সাবল ও লাঠিসহ ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে দলবদ্ধ ভাবে বিএনপির অফিসে হামলা, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিতে অগ্নিসংযোগ ও চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। এ সংক্রান্ত ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট আওয়ামী লীগের নেতা-কর্মীদের নাম উল্লেখ-সহ অজ্ঞাত মোট ২৫০ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা হয়।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত আজিজুল হক ওরফে মনজুকে আদালতে পাঠানো হয়েছে।
এফপি/রাজ