আধুনিক জীবনযাত্রায় সুগন্ধি শুধু বিলাস নয়, ব্যক্তিত্বেরও অংশ। সেই ভাবনা থেকেই তরুণ উদ্যোক্তা মেহেদী হাসান বাপ্পি নিয়ে এলেন নতুন পারফিউম ব্র্যান্ড—‘আফিফা’। দুবাইয়ে বিশেষ প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে তিনি নিজস্ব পদ্ধতিতে এ পারফিউম তৈরি করেছেন।
সুগন্ধির প্রতি অনুরাগ থেকেই যাত্রা শুরু মেহেদী হাসান বাপ্পির। পারফিউম শিল্পে দক্ষতা অর্জনের জন্য তিনি গিয়েছিলেন দুবাইয়ে, যেখানে বিশেষায়িত কোর্স সম্পন্ন করেন। দেশে ফিরে দীর্ঘ সময় ধরে গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার পর তিনি আত্মপ্রকাশ করালেন নিজের স্বপ্নের ব্র্যান্ড—‘আফিফা’।
বাপ্পির ভাষায়, “আফিফা শুধু একটি পারফিউম নয়, বরং প্রতিটি মানুষের ব্যক্তিত্বে বাড়তি ঔজ্জ্বল্য যোগ করার এক অনন্য সংযোজন।”
প্রিমিয়াম মানের উপাদান ব্যবহার করে তৈরি এই পারফিউম ইতিমধ্যেই সীমিত বাজারে আলোচনার জন্ম দিয়েছে। তরুণ প্রজন্মের মধ্যে চাহিদাও বাড়ছে। আগামী দিনে আন্তর্জাতিক বাজারেও ‘আফিফা’কে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছেন উদ্যোক্তা।
এফপি/এমআই