রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) উদ্যোগে সারাদেশের মতো নওগাঁ জোনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী বিশেষ ঋণ আদায় ক্যাম্পে ব্যাপক সাড়া মিলেছে। (২১ থেকে ২৩ ডিসেম্বর) পর্যন্ত আয়োজিত এ ক্যাম্পে নওগাঁ জোনের বিভিন্ন শাখা থেকে মোট প্রায় ১৯ কোটি টাকার ঋণ আদায় হয়েছে। এর মধ্যে খেলাপি ঋণ আদায় হয়েছে প্রায় ৪ কোটি টাকা, যা ব্যাংক কর্তৃপক্ষের কাছে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
এছাড়া চলতি মাসের (১ থেকে ৪ ডিসেম্বর) পর্যন্ত আয়োজিত আরেকটি বিশেষ ক্যাম্পে মোট প্রায় ২০ কোটি টাকা ঋণ আদায় করা হয়। ওই সময়ে খেলাপি ঋণ আদায় হয়েছে প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা।
রাকাব সূত্র জানায়, খেলাপি ঋণ কমানো, গ্রাহকদের ব্যাংকিং সেবা সহজ করা এবং পারস্পরিক আস্থা বাড়ানোর লক্ষ্যেই এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়। নওগাঁ জেলার মোট ৩০টি শাখায় একযোগে এ কর্মসূচি পরিচালিত হয়। ক্যাম্প চলাকালে কৃষি, ক্ষুদ্র ব্যবসা, পশুপালনসহ বিভিন্ন খাতের ঋণগ্রহীতাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।
রোববার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নওগাঁ জোনের নওগাঁ শাখায় আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনের দিনই ১৬ লাখ টাকা ঋণ আদায়ের মাধ্যমে ক্যাম্পের কার্যক্রম শুরু হয়।
ক্যাম্পের উদ্বোধন করেন নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক (ডিজিএম) মো. রুহুল আমিন। তিনি বলেন, “খেলাপি ঋণ আদায়ের পাশাপাশি গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য। এ ধরনের ক্যাম্প ব্যাংকের আর্থিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি গ্রাহকদেরও উপকারে আসবে।”
তিনি আরও বলেন, নিয়মিত এ ধরনের উদ্যোগ গ্রহণের মাধ্যমে খেলাপি ঋণ আরও কমিয়ে আনা সম্ভব হবে এবং ব্যাংকিং কার্যক্রম হবে আরও গতিশীল ও গ্রাহকবান্ধব।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোনাল কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক চিত্ত রঞ্জন বসাক, নওগাঁ শাখার ব্যবস্থাপক মো. শাহীন আলমসহ বিভিন্ন শাখার কর্মকর্তারা।
নওগাঁ শাখার ব্যবস্থাপক মো. শাহীন আলম বলেন, “শীতের কুয়াশাচ্ছন্ন সকালেও গ্রাহকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। সহজ প্রক্রিয়া ও প্রণোদনার কারণে অল্প সময়েই ভালো অঙ্কের ঋণ আদায় সম্ভব হয়েছে।”
মহাদেবপুর শাখার ব্যবস্থাপক ফরিদ আহম্মেদসহ অন্যান্য শাখা ব্যবস্থাপকরা জানান, কর্মকর্তাদের আন্তরিকতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনার ফলে গ্রাহকদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। অনেক গ্রাহক বকেয়া ঋণ পরিশোধের পাশাপাশি নতুন করে ঋণ গ্রহণের আগ্রহও প্রকাশ করেছেন।
রাকাব কর্তৃপক্ষ মনে করছে, এ ধরনের বিশেষ ঋণ আদায় ক্যাম্প ভবিষ্যতে খেলাপি ঋণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি গ্রাহক ও ব্যাংকের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে। আগামী দিনেও নওগাঁ জোনসহ অন্যান্য এলাকায় এ ধরনের গ্রাহকবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
এফপি/জেএস