Dhaka, Monday | 15 September 2025
         
English Edition
   
Epaper | Monday | 15 September 2025 | English
১৮ দিন পর হাসপাতাল ছাড়লেন নুর
দেশীয় বাজারে নতুন পারফিউম—‘আফিফা’ নিয়ে এলেন মেহেদী হাসান বাপ্পি
ঢাকা মেডিকেলে জন্ম নেওয়া জমজ সেই ৬ শিশুর ৫ জনের মৃত্যু
আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে কুবি শিক্ষার্থীদের রাষ্ট্রচিন্তা
শিরোনাম:

ঢাকা মেডিকেলে জন্ম নেওয়া জমজ সেই ৬ শিশুর ৫ জনের মৃত্যু

প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৫ পিএম  (ভিজিটর : ২৫)

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে পাঁচজনই মারা গেছে। রবিবার রাত থেকে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত তাদের মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিএইচই) চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন মারা গেছে।

নবজাতকের ফুপু লিপি বেগম বলেন, ‘নবজাতকের মধ্যে পাঁচজন মারা গেছে। চিকিৎসাধীন থাকা বাকি বাচ্চার অবস্থাও ভালো নেই।’

উল্লেখ্য, গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে নরমালভাবে তিন ছেলে, তিন মেয়ে জন্ম দেন নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের প্রবাসী হানিফের স্ত্রী মোকসেদা আক্তার প্রিয়া।
 
চিকিৎসকরা জানিয়েছেন, প্রসূতি মায়ের গর্ভধারণের ২৭ সপ্তাহ চলছিল। নরমাল ডেলিভারিতে তিন ছেলে ও তিন মেয়ে জন্ম দেন ওই মা।

বাচ্চাদের ওজন ছিল তুলনামূলক অনেক কম। ফলে তাদের সবার অবস্থাই ছিল আশঙ্কাজনক। তাই জন্মের পর তাদের রাখা হয় নবজাতক বিভাগে আইসিইউতে। ঢামেক হাসপাতালে তিনজন, ও বাহিরের একটি হাসপাতালে তিনজন।

প্রথমে ঢামেক হাসপাতালে একজন, পরে একে একে বিভিন্ন সময়ে দুই হাসপাতালে চিকিৎসাধীন থেকে পাঁচজন মারা যায়। বর্তমানে একজন চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও ভালো নেই।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝