পিরোজপুর সদর উপজেলার বড় ভাইজোড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে সরকারি টিসিবির ২০ টন গম জব্দ করে হাওলাদার ফুড প্রোডাক্টস মিলকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২০ দিনের কারাদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুরে জেলা এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে পিরোজপুর সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিনহাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন সাহিদ ইকবাল সান ও পুলিশ সদস্যরা।
অভিযানকালে হাওলাদার ফুড প্রোডাক্টস মিলে সরকারি বস্তায় মোড়ানো বিপুল পরিমাণ গম মজুদ পাওয়া যায়। উপস্থিত শ্রমিকরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এবং মিলের মালিক ও ম্যানেজার অনুপস্থিত থাকায় তাৎক্ষণিকভাবে মিলটি সিলগালা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে পুনরায় অভিযানে তারা বৈধ কোনো কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হন। এ অবস্থায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৩ এর ৩৮/৫৮ ধারা অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিনহাজুল ইসলাম বলেন, টিসিবির পণ্য কোনো অবস্থাতেই অবৈধভাবে মজুদ করে বাজারে বিক্রি করতে দেওয়া হবে না। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৩ এর ৩৮/৫৮ ধারা অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনগণের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এফপি/রাজ