দেশের শীতলতম এলাকা হিসেবে পরিচিত চায়ের রাজধানী শ্রীমঙ্গলজুড়ে নেমে এসেছে শীতের অনাবিল আমেজ। সোমবার শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। এর তিন ঘণ্টা আগে, সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস।
শীতের আগমনী বার্তার সঙ্গে বদলে যাচ্ছে এখানকার প্রকৃতির রূপ। সকাল-সন্ধ্যায় চা-বাগানজুড়ে নেমে আসছে হালকা কুয়াশা। ভোরের আলোয় গাছের পাতা ও ঘাসে ঝিলমিল করছে শিশিরবিন্দু-চা-রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্যে যোগ হয়েছে নতুন মাত্রা।
বড়গাঙিনা সম্পদ ব্যবস্থাপনা সংগঠনের সভাপতি মো. মিন্নত আলী বলেন, ‘শীতের শুরুতেই বাইক্কা বিলে স্বল্প পরিমাণে অতিথি পাখি দেখা মিলছে। শীত যত বাড়বে, অতিথি পাখির সংখ্যাও তত বাড়বে। কিছুদিন পর ঝাঁকে ঝাঁকে পাখি এসে বিলজুড়ে মুখরতা ছড়িয়ে দেবে।’
সংশ্লিষ্ট সূত্র জানায়, হাওর, খাল-বিল ও শ্রীমঙ্গলের বিভিন্ন চা-বাগানের লেকগুলোতেও অতিথি পাখির আগমন শুরু হয়েছে। তাদের কিচিরমিচিরে এসব স্থানগুলো ধীরে ধীরে প্রাণবন্ত হয়ে উঠছে।
ঢাকা আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড অনুযায়ী, শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি মাত্র ২.৮ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি ৩.৩ ডিগ্রি, ২০০৩ সালের ২৩ জানুয়ারি ৫ ডিগ্রি, ২০০৪ সালের ২৮ ডিসেম্বর ৫.২ ডিগ্রি, ১৯৯৫ সালের ৪ জানুয়ারি ও ২০০৭ সালের ১৭ জানুয়ারি ৪ ডিগ্রি সেলসিয়াসে।
এফপি/অ