Dhaka, Sunday | 17 August 2025
         
English Edition
   
Epaper | Sunday | 17 August 2025 | English
কিশোরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত
পাকিস্তানে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩০৭ জনের মৃত্যু
পাবনায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচারণায় সাংবাদিক এম এ আজিজ
এ দেশ সবার, এখানে কোনো ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান
শিরোনাম:

চট্টগ্রামে বেড়াইন্না ট্যুর এন্ড ট্রাভেলের যাত্রা শুরু

প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৩:৩০ পিএম  (ভিজিটর : ২৬৯)

চট্টগ্রামে ভ্রমণপ্রেমীদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। নগরীর শপ–৩২৮, দ্বিতীয় তলা, ইউনিটি মেহরুন টাওয়ার, ১২৭ মোমিন রোডে শুক্রবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বেড়াইন্না ট্যুর এন্ড ট্রাভেল।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, পর্যটক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। ফুলেল শুভেচ্ছা এবং করতালির মাধ্যমে নতুন এই উদ্যোগকে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক তাপস বড়ুয়া।

প্রতিষ্ঠানটি দেশের পর্যটনপ্রেমীদের জন্য এক ছাদের নিচে সকল ধরনের সেবা নিশ্চিত করবে। এখানে থাকবে দেশি-বিদেশি পর্যটন প্যাকেজ, এয়ার টিকেট বুকিং, হোটেল রিজার্ভেশন, ট্রাভেল ইন্স্যুরেন্স এবং ভিসা প্রসেসিংয়ের সুবিধা। গ্রাহকের চাহিদা অনুযায়ী কাস্টমাইজড ভ্রমণ পরিকল্পনা ও বিশেষ ছাড়, গ্রুপ ট্যুর এবং কর্পোরেট প্যাকেজও চালু থাকবে। বেড়াইন্না ট্যুর এন্ড ট্রাভেলের মিশন হলো প্রতিটি ভ্রমণকে আনন্দময়, নিরাপদ ও স্মরণীয় করা। ভিশন হলো দেশি-বিদেশি পর্যটন শিল্পকে উন্নত করা এবং চট্টগ্রামকে পর্যটনের একটি কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করা। www.bereinnya.com প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে সব বিস্তারিত পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা পর্যটনের গুরুত্বের ওপর জোর দেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার রনজিত বড়ুয়া বলেন, “পর্যটন শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য গুরুত্বপূর্ণ। বেড়াইন্না ট্যুর এন্ড ট্রাভেলের যাত্রা এই খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।”

সাবেক চেয়ারম্যান ইউসুফ চৌধুরী বলেন, “এটি শুধু ব্যবসা নয়, স্থানীয় তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। চট্টগ্রামের পর্যটন সম্ভাবনাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।”

ব্যবসায়ী আশোক বড়ুয়া ও শিক্ষাবিদ বিজয়ানন্দ বড়ুয়া পর্যটনকে শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য জানার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে গুরুত্বারোপ করেন। এডভোকেট বিশ্বমিত্র বড়ুয়া বলেন, “পর্যটনের প্রসার মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধি করে। বেড়াইন্না ট্যুর এন্ড ট্রাভেল এই মূল্যবোধ ধরে রাখবে।”

বেড়াইন্না ট্যুর এন্ড ট্রাভেলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী উষমেল বড়ুয়া বলেন, “আমাদের লক্ষ্য প্রতিটি ভ্রমণকে নিরাপদ, আরামদায়ক ও স্মরণীয় করা।” নির্বাহী পরিচালক ও ফাইন্যান্স বিপ্লব বড়ুয়া সেবু যোগ করেন, “চট্টগ্রামসহ সারাদেশের ভ্রমণপ্রেমীদের জন্য নতুন প্যাকেজ চালু করা হবে এবং অনলাইন ও মোবাইল অ্যাপের মাধ্যমে সেবা আরও সহজ করা হবে।”

অনুষ্ঠানে আসা বিভিন্ন বিশিষ্টজনেরা বলেন, বেড়াইন্না ট্যুর এন্ড ট্রাভেলের যাত্রা চট্টগ্রামের পর্যটন খাতে নতুন উদ্দীপনা যোগ করবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝