Dhaka, Monday | 28 July 2025
         
English Edition
   
Epaper | Monday | 28 July 2025 | English
বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ
চলে গেলেন অফিস সহকারী মাসুমাও, নিহত বেড়ে ৩৫
মেঘনার পানি বিপদসীমার ওপরে, চাঁদপুরে নিম্নাঞ্চল প্লাবিত
পিরোজপুরে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার
শিরোনাম:

শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম

প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৮:৪৬ পিএম  (ভিজিটর : ৫৩)
ছবি: ফিন্যান্সিয়াল পোস্ট

ছবি: ফিন্যান্সিয়াল পোস্ট

কোটা সংস্কার আন্দোলনে এক দফা দাবির প্রেক্ষিতে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে দিল্লীতে পালিয়ে গিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রবিবার (২৭জুলাই) বিকেলে দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে পদযাত্রা শেষে থানা মোড় চত্ত্বরে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ বলেন, ভারত সরকার আওয়ামী সন্ত্রাসীদের একদিকে আশ্রয় দিয়েছে, অপরদিকে নিরীহ মুসলমানদে অন্যায়ভাবে পুশইন করছে। তিনি আরো বলেন, জুলাই সনদের দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পদযাত্রা শেষ করে প্রয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন।

শেরপুরের প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, সামান্তা শারমিন, তাসনিম জারা, লুৎফর রহমান রফিকুল ইসলাম আইনী সহ কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ।

এর আগে একটি বিক্ষোভ মিছিল কলেজ মোড় থেকে বের হয়ে থানামোড় চত্ত্বরে এসে শেষ হয়। পদযাত্রা ও সমাবেশে হাজারও মানুষের উপস্থিতি জনসমুদ্রে রূপ নেয়। পদযাত্রা ও সমাবেশকে ঘিরে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় কঠোর নিরাপত্তার ব্যবস্থা।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝