শীতকাল শহরের মানুষদের জন্য আনন্দের হয়,উৎসবের হয়। তবে ঢাকা শহরে এক শ্রেণীর মানুষ আছেন যারা রাস্তায় শুয়ে রাত কাটান। তাদের কাছে শীতকাল খুবই কষ্টের। সামান্য কাপড়,বস্তা ও ব্যানার-ফেস্টুন কোনোরকম গায়ে জড়িয়ে রাত কাটায় তারা। এই অসহায় মানুষদের সেবায় নিয়োজিত থাকে হিউম্যান ট্রি ফাউন্ডেশন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) গভীর রাতে ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয় ধানমন্ডি, বাংলা মোটর, ঢাকা বিশ্ববিদ্যালয়,ফার্মগেট এবং জাতীয় সংসদ ভবন এলাকা গুলোতে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অনিক হাসান প্রান্ত জানান, “আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দুয়া করবেন। আমরা যেন এই মহৎ কাজ সারাজীবন করতে পারি। অসহায় মানুষদের সেবায় সবসময় নিয়োজিত থাকতে পারি।”
এফপি/এমআই