Dhaka, Monday | 25 August 2025
         
English Edition
   
Epaper | Monday | 25 August 2025 | English
মাইলস্টোন ট্র্যাজেডি: এক মাস পর আরও এক শিক্ষার্থীর মৃত্যু
৮০ টাকায় আমদানি করা কাঁচা মরিচের কেজি বাজারে ৩০০
মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা
৮০ শতাংশ বিবাহিত পুরুষ মানসিক নির্যাতনের শিকার, প্রতিকার মেলে না কোথাও
শিরোনাম:

এসডিসি ও এসএনএডি ফাউন্ডেশনের সমঝোতা স্মারক স্বাক্ষর, স্কলারশিপ ঘোষণা

প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৪:৫৯ পিএম  (ভিজিটর : ১৮৪)

বর্তমানে অন্যতম চাহিদাসম্পন্ন পেশা কেয়ারগিভিং-এ দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন করার লক্ষ্য নিয়ে Skills Development Centre (SDC) এবং SNAD Foundation Bangladesh-এর মধ্যে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ Memorandum of Understanding (MoU) স্বাক্ষরিত হয়েছে।

এই যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীকে কেয়ারগিভিং প্রশিক্ষণ, সফট স্কিল উন্নয়ন এবং ব্যবহারিক জ্ঞান প্রদানের ওপর গুরুত্ব আরোপ করা হবে। এর ফলে, পেশায় দক্ষতার ঘাটতি পূরণ হবে এবং কেয়ারগিভিং পেশাকে আরও প্রফেশনাল ও কার্যকরী করা সম্ভব হবে।

উক্ত অংশীদারিত্বের অংশ হিসেবে ‘SNAD Foundation Scholarship’ ঘোষণা করা হয়েছে। এই স্কলারশিপের মাধ্যমে ১৮ থেকে ৩০ বছর বয়সী সুবিধাবঞ্চিত, গরীব, দুস্থ, এতিম, উপজাতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুবক-যুবতীরা Skills Development Centre-এর প্রফেশনাল কেয়ারগিভিং কোর্সে অংশগ্রহণের জন্য সর্বোচ্চ ১০০% স্কলারশিপ পাবেন।

উপরোক্ত ক্যাটাগরির অন্তর্ভুক্ত এবং কেয়ারগিভিং-এ দক্ষ হয়ে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের SNAD Foundation Scholarship-এর জন্য সরাসরি Skills Development Centre-এ এসে বা ফেসবুক পেইজের মাধ্যমে যোগাযোগ করে আবেদন করতে বলা হয়েছে।

অনুষ্ঠানে SDC এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন আকিফ হাসান (সিইও), রন মাহিনুর (সিওও), আয়েশা বিনতে আশরাফ (ডিরেক্টর) এবং রাকিবুল ইসলাম (প্রোডাক্ট অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ)। SNAD Foundation Bangladesh এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন আরসালান জামান (এক্সিকিউটিভ ডিরেক্টর)।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝