Dhaka, Monday | 13 October 2025
         
English Edition
   
Epaper | Monday | 13 October 2025 | English
জেন-জি বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট
চট্টগ্রামে সাংবাদিকের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
‘নির্বাচনে দায়িত্ব পালন করবেন জেন-জি প্রজন্মের আনসার সদস্যরা’
এইচএসসির ফল প্রকাশ ১৬ অক্টোবর
শিরোনাম:

চট্টগ্রামে সাংবাদিকের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:২২ পিএম আপডেট: ১৩.১০.২০২৫ ৭:২৪ পিএম  (ভিজিটর : ৭৪)

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশন—পিজা’র সদস্য এবং যমুনা টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার জোবায়েদ ইবনে শাহাদাত ও ক্যামেরা জার্নালিস্ট আসাদুজ্জামান লিমনের ওপর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর জোনের ডিসি আমিরুল ইসলাম কর্তৃক খুলশী থানার কম্পাউন্ডে চালানো হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় চট্টগ্রামের ঐতিহাসিক চেরাগী পাহাড় চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিজা’র সভাপতি ইমরান বিন ছবুর এবং সঞ্চালনা করেন সংগঠনের সদস্য হামিদ উদ্দিন।

সমাবেশে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, খুলশী থানায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যমুনা টেলিভিশনের দুই সাংবাদিকের ওপর ডিসি আমিরুল ইসলামের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের ওপর এমন বর্বর আচরণ বারবার করা হচ্ছে, যা অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি বলেন, সাংবাদিকদের ওপর হামলাকারী এই পুলিশ কর্মকর্তাকে অবিলম্বে দায়িত্ব থেকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে আইনি ও বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।

পিজা’র সিনিয়র সহ-সভাপতি তাপস বড়ুয়া বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তারা সমাজের সত্য তুলে ধরেন এবং অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেন। অথচ সেই সাংবাদিকদেরই যদি হয়রানি, মারধর বা ভয় দেখানো হয়—তাহলে জনগণের অধিকার কোথায় নিরাপদ থাকবে? আমাদের সহযোদ্ধা সাংবাদিকদের ওপর পুলিশি হামলার বিচার না হলে পিজা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

পিজা’র সাবেক আহবায়ক পার্থ প্রতীম নন্দী বলেন, খুলশী থানায় আমাদের দুই সহযোদ্ধার ওপর যে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে, তা শুধু দুইজন সাংবাদিকের ওপর হামলা নয়— এটি পুরো সাংবাদিক সমাজের ওপর আঘাত। এই আঘাত সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর এক ভয়াবহ আক্রমণ। তিনি আরও বলেন, সম্প্রতি এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায়ও এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। বরং এবার পুলিশ নিজেই হামলাকারী হয়েছে। যতদিন পর্যন্ত ডিসি আমিরুল ইসলামকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ না করা হবে, ততদিন পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

সভায় পিজা’র সভাপতি ইমরান বিন ছবুর বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে যখন পুলিশের ভাবমূর্তি চরম প্রশ্নবিদ্ধ ছিল, তখন সংবাদকর্মীরাই তাদের পাশে দাঁড়িয়েছিল। অথচ আজ সেই পুলিশই সাংবাদিকদের ওপর হামলা চালাচ্ছে—এটি লজ্জাজনক ও নিন্দনীয়। তিনি বলেন, এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই—অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আমিরুল ইসলামকে অবিলম্বে প্রত্যাহার করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিলে আমাদের আন্দোলন আরও তীব্র হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, পিজা’র সাবেক আহবায়ক পার্থ প্রতীম নন্দী, কার্যনির্বাহী কমিটির সভাপতি ইমরান বিন ছবুর, সাধারণ সম্পাদক সারোয়ার আহমদ, সিনিয়র সহ-সভাপতি তাপস বড়ুয়া, সহ-সভাপতি মিশু পাল, যুগ্ম-সম্পাদক ইব্রাহীম জুলহাজ (নীল), অর্থ সম্পাদক সাখাওয়াত আলম (রিমন), প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক আনোয়ার হোসাইন, সদস্য পদ বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম (ইমন), পিসিআইইউ মিডিয়া ক্লাবের সভাপতি রবিন দাস গুপ্ত, সাধারণ সম্পাদক প্রান্ত চৌধুরী, আরিফুল ইসলাম তামিমসহ চট্টগ্রামে কর্মরত সাংবাদিক ও পিসিআইইউ সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝