শিরোনাম: |
কুমিল্লা সীমান্ত এলাকা থেকে পিকআপে থাকা ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং পিকআপটিকে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৩ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকা থেকে এসব অবৈধ শাড়ি জব্দ করা হয়।
বিজিবির ৬০ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোরে সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান করে ৬০ বিজিবির একটি চৌকস দল। অভিযানে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকা থেকেপ্রায় তিন কোটি টাকার অধিক মূল্যের ভারতীয় উন্নতমানের শাড়ি জব্দ করা হয়।
বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির অভিযান সর্বোতভাবে অব্যাহত রয়েছে এবং থাকবে। সীমান্তবর্তী এলাকায় চোরাচালান দমনে বিজিবি শূন্য সহনশীল নীতি অনুসরণ করছে। জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে বলে।
এফপি/অআ