শিরোনাম: |
কুষ্টিয়ায় এমপিওভুক্ত শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে।
আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে জেলার ছয়টি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও পুলিশি নির্যাতনের বিচারসহ বিভিন্ন দাবিতে তারা শ্রেণিকক্ষ কার্যক্রম বন্ধ রেখেছে। জেলার কুষ্টিয়া সদর, মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর, খোকসা ও কুমারখালীর সকল বেসরকারি স্কুল, কলেজ, কারিগরী প্রতিষ্ঠান ও মাদরাসায় পাঠদান বন্ধ দেখা গেছে।
গত রোববার বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বেসরকারি শিক্ষা জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে সোমবারের মধ্যে বাড়িভাড়া সংক্রান্ত প্রজ্ঞাপন জারির জন্য সরকারের প্রতি আলটিমেটাম দেয়া হয়েছিল।
শিক্ষক নেতাদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়ে সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করে। এমনকি কয়েকজন শিক্ষককে আটক করে। এ ঘটনায় শিক্ষক সমাজে চরম ক্ষোভ ও প্রতিবাদের জন্ম দিয়েছে। শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে।
এফপি/অআ