শিরোনাম: |
কক্সবাজারের অন্যতম শীর্ষ মাদক কারবারি ও কুখ্যাত ইয়াবা সম্রাট মো. তাজ উদ্দিনকে গ্রেপ্তার করেছেন যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃত হলো উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা এলাকার বাসিন্দা মৃত চেহের আলীর ছেলে। তিনি হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এবং জেলা তাতীদলের সভাপতি ডা. নাসির উদ্দিনের ছোট ভাই হিসেবে রাজনৈতিকভাবে পরিচিত।
আজ সোমবার (১৩ অক্টোবর) সকালে কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক জানিয়েছেন।
রোববার (১২ অক্টোবর) রাতে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন,মাদক কারবারিদের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদক চক্রকে চিহ্নিত ও গ্রেফতার করা হচ্ছে।
র্যাব সূত্র জানায়, তাজ উদ্দিন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় ইয়াবা পাচারে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। এন্টি-নারকোটিকস টাস্কফোর্সের তালিকাভুক্ত মাদক কারবারিদের মধ্যে তিনি অন্যতম। স্থানীয়দের মতে, তিনি পূর্বেও একাধিকবার ইয়াবাসহ র্যাব ও পুলিশের হাতে আটক হন, কিন্তু জামিনে মুক্ত হয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়ান।
স্থানীয়রা অভিযোগ করেন, তাজ উদ্দিন রাজনৈতিক পরিচয়ের সুযোগ নিয়ে এলাকায় প্রভাব বিস্তার করত। স্থানীয় যুবদলের নেতা হিসেবে পরিচিত ছিলো এবং কিছু রাজনৈতিক নেতা ও গণমাধ্যম ব্যক্তিত্বকে অর্থ দিয়ে নিজের অবৈধ কার্যক্রম আড়াল করতো বলেও অভিযোগ রয়েছে। মরিচ্যা বাজারের উচ্চমূল্যের ইজারাও তার অবৈধ টাকার উৎস থেকে নেওয়া বলে দাবি করে অনেকে।
সচেতন মহল তাজ উদ্দিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার মাদক সিন্ডিকেটের পুরো নেটওয়ার্ক উন্মোচনের দাবি জানিয়েছেন। একইসঙ্গে তারা দলীয় পর্যায়ে তার বহিষ্কার এবং মাদক সংশ্লিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এফপি/অআ